আপনি একজন university student হয়ে থাকেন তাহলে এই ৫ টি general skills আপনার থাকা আবশ্যক!

5 general skills - eacademy

2024 সালে আপনি যদি একজন university student হয়ে থাকেন তাহলে এই ৫ টি general skills আপনার থাকা আবশ্যক !

  1. Digital Literacy: এটি খুবই basic কিন্তু দরকারি। Digital literacy হলো digital tools, apps, সফটওয়ার ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করতে জানা। এবং সামনের সময়ে যদি নতুন কিছু আসে সেগুলোর সাথেও নিজেকে খাপখাওয়াতে হবে।
  2. Critical thinking and problem solving: এটি হয়তো আমরা অসংখ্যবার শুনেছি। এটি আমাদের student, professional এবং day-to-day লাইফে খুবই গুরুত্বপূর্ণ। সহজে বলে, critical thinking হলো কোনো একটি complex problem কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা এবং সমাধান করার দক্ষতা
  3.  Effective communication: ভাষার উপর দক্ষতা অর্জন করে সঠিকভাবে বলতে, লিখতে ও বুঝতে পারাকে effective communication বলে। এক্ষেত্রে বাংলা ও ইংরেজি উভয়ই জানতে হবে। কাওকে নিজের মতামত বোঝাতে পারার সক্ষমতাও এর অন্তর্ভূক্ত।
  4.  Time Management: ছাত্র জীবনে সবাইকে একই সময়ে অনেক কাজ করতে হয়। পড়াশুনা, খেলাধুলা, ছোট চাকরি, skill development ইত্যাদি। এগুলোর পাশাপাশি নিজের social life কেও maintain করতে হয়। তাই গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে এক যথাযথ ব্যবহার করা শিখতে হবে।
  5.  Adaptability: আমরা যে digital যুগে বসবাস করছি সেখানে প্রায় সবকিছুই কম সময়ের মধ্যে পরিবর্তন হচ্ছে। এই নতুন পরিবর্তনের সাথে আমাদের দ্রুত খাপ খাওয়াতে হবে। তা না হলে আমরা পিছিয়ে পড়তে পারি।