ভিডিও এডিটিং শেখা শুরু করার জন্যে capcut একটা ভালো সফটওয়ার ।বিগিনার হিসেবে অনেক কিছু বুঝতে পেরেছি এবং খুব সাবলীল ভাষায় তিনি বুঝাতে চেষ্টা করেছেন। যারা ভাবছেন এই কোর্স করবেন তারা করতে পারেন। আগে কখনো ভিডিও এডিটিং করিনি তাই সেই হিসেবে আমার ভালো লেগেছে। ধন্যবাদ তাহসান ভাই কে।
যারা আমার মতো ভিডিও এডিটিং শিখতে চান কিন্তু খুব বেশি এক্সপেরিয়েন্স নেই, তাদের এটা ভালো লাগতে পারে। এভাবে কখনো কন্টেন্ট বানাতে পারবো ক্যাপকাট দিয়ে তা ভাবিনি। সবাই যেখানে Premiere pro দিয়ে এডিট করে থাকে সেখানে আমার মতো মানুষদের জন্যে ক্যাপকাট ভালো একটা অপশন।