Academic পড়াশোনার পরও skill development কেন প্রয়োজন ?

Academic পড়াশোনার পরও skill শেখা বা skill development কেন প্রয়োজন?

বর্তমান প্রজন্মের মোটামুটি প্রত্যেকটি শিক্ষার্থীর প্রথম এবং প্রধান লক্ষ্য সঠিকভাবে graduation complete করে একটি মানসম্পন্ন চাকরি জোগাড় করা। এই প্রতিযোগিতার মোটামুটি সব শিক্ষার্থীরই মানসম্পন্ন চাকরি জোগাড়ের লক্ষ্যে graduation complete করার জন্য এতটাই বিভোর হয়ে থাকে যে তারা ভুলে যায় তাদের skill development এর দিকে নজর দিতে। যার ফলে maximum শিক্ষার্থীরই extra skill না থাকার কারণে চাকরি না পেয়ে বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় চাকরি আশায়।

একটা সময় ছিল যখন দেশে certificate এর অনেক মূল্য ছিল এবং চাকরি দাতারা চাকরি দেবার জন্য এমন মানুষ খুঁজতেন যারা কিনা certificate ধারী শিক্ষিত। এবং যার ফলে certificate থাকলেই যে কারো চাকরি হয়ে যেত skill এর কোন প্রয়োজন পড়তো না। কিন্তু আধুনিকতার যুগে প্রতিবছরই ভালো রেজাল্টের পরিমান প্রচন্ড পরিমানে বেড়ে যাওয়ায় চাকরির বাজারে প্রচন্ড পরিমানে প্রতিযোগিতা বেড়ে গেছে। যার ফলে শুধু certificate এর উপর ভিত্তি করে কাউকে চাকরি দেওয়া সম্ভব হয় না। যদি কারো Academic certificate এর পাশাপাশি কোন extra skill থাকে তাহলে তাকে অন্যান্য শিক্ষার্থী থেকে অনন্য করে তোলে। যার ফলে তার অগ্রাধিকার থাকে অন্যরকম। Academic পড়াশোনার পাশাপাশি যদি বিভিন্ন কর্মমুখী skill যেমন- Video Editing, Data entry, Artificial intelligence, Graphic Designing, Digital Marketing, English speaking ইত্যাদি যদি থাকে তাহলে একজন graduate মানুষকে Academic এবং skill এই দুই দিক থেকে আলাদা করে এবং একটি ভালো চাকরি পেতে প্রচুর সহায়তা করে।

দিনশেষে আমরা সকলেই চাই ভালো একটি ভবিষ্যৎ। নিজের পছন্দের ক্যারিয়ার, সেই লক্ষ্যে আগানোর জন্যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট এর দিকে গুরুত্ব দেয়া উচিত। কারণ বর্তমানে চাকরীর বাজার অনেক প্রতিযোগিতা মূলক। 

বিভিন্ন কোম্পানি তাদের চাহিদা অনুযায়ী দক্ষ লোক পাচ্ছে না। সেই জন্যে তারা অন্য দেশের দক্ষ কর্মীদের নিয়োগ করছে। সেই কারণে দেশের অনেক মানুষ বেকার থেকে যাচ্ছে।আমাদের অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে থাকার প্রধান কারণ হল আমরা অন্যের অর্জন দেখে অনুপ্রাণিত হই। কিন্তু আমরা চিন্তা করে দেখিনা তারা কিভাবে সেই সাফল্য অর্জন করেছে। আমাদের উচিত তাদের ফলো করা। সমালোচনা না করে নিজের skill develop করা। কারণ, কষ্ট করলেই সাফল্য আসবে। এবং আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তাছাড়া বেশিদূর যাওয়া সম্ভব হবে না।